রিয়াজুল ইসলাম
পবিপ্রবি প্রতিনিধি
আগামী ১৭ মে ২০২৫, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ বাংলাদেশ-এর জাতীয় পর্ব। এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশে জাতীয় পর্যায়ের আয়োজন হতে যাচ্ছে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৫৫টি দল অংশগ্রহণ করবে।
এই গৌরবময় মঞ্চে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে টিম বাগ এক্স (Team Bug X)। দলটি পবিপ্রবির হাল্ট প্রাইজ অ্যাট পিএসটিইউ ২০২৫-এর চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে।
দলের সদস্য — কৃষি অনুষদের দুই মেধাবী শিক্ষার্থী, নাফিস ও প্রানণ।
এটি পবিপ্রবির জন্য এক গৌরবজনক অর্জন, কারণ এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় থেকে কোনো দল হাল্ট প্রাইজের জাতীয় পর্বে জায়গা করে নিয়েছে। দেশের অন্যতম বড় ও মর্যাদাসম্পন্ন স্টার্টআপ প্রতিযোগিতায় এমন অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার অংশ হয়ে থাকবে। টিম বাগ এক্স-এর জন্য শুভকামনা। তারা যেন জাতীয় পর্যায়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে পবিপ্রবির নাম উজ্জ্বল করতে পারে।
উল্লেখ্য হাল্ট প্রাইজ হলো জাতিসংঘের সহায়তায় পরিচালিত বিশ্বখ্যাত একটি সামাজিক উদ্ভাবন-ভিত্তিক স্টার্টআপ প্রতিযোগিতা, যেখানে বিশ্বব্যাপী তরুণরা বৈশ্বিক সমস্যার সমাধানে নিজেদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে থাকে। প্রতি বছর এই প্রতিযোগিতায় অংশ নেয় লক্ষাধিক শিক্ষার্থী, আর বিজয়ী দল পায় ১ মিলিয়ন ডলার স্টার্টআপ ফান্ড, যাতে তারা বাস্তবে তাদের ধারণা বাস্তবায়ন করতে পারে।
Leave a Reply