তা’মীরুল মিল্লাত প্রতিনিধি :-হোসাইন
গতকাল তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, গাজীপুরে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির বিশেষ ক্লাস সমাপ্ত হয়েছে। দীর্ঘ দুই বছর জ্ঞানার্জনের পর শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি।
এই দুই বছরে শিক্ষার্থীরা শুধু পাঠ্যক্রমের জ্ঞানই অর্জন করেনি, বরং নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতেও সক্ষম হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেশনে ৩-৪ জন শিক্ষার্থী তাদের নিজস্ব লেখা বই প্রকাশ করেছে, যা নিঃসন্দেহে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়াও, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করে মাদ্রাসার সুনাম বৃদ্ধি করেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এই আলিম শ্রেণীতে বেশ কয়েকজন উদীয়মান কবি ও সাহিত্যিক রয়েছে। বিদায়ী দিনে তারা সকলে একত্রিত হয়ে তাদের শ্রেণী শিক্ষকদের সাথে ছবি তোলার মাধ্যমে স্মৃতিগুলো ফ্রেমে বন্দি করে রাখেন। পরবর্তীতে মাদ্রাসার প্রশাসনিক ভবনের সামনে সকলে মিলিত হয়ে আনন্দ উপভোগ করেন এবং এইভাবেই সমাপ্ত হয় তাদের দুই বছরের আলিম জীবন।
শিক্ষার্থীদের এই অর্জন এবং মাদ্রাসার সামগ্রিক সাফল্যে শিক্ষক ও পরিচালনা পর্ষদ অত্যন্ত আনন্দিত। মাদ্রাসার অধ্যক্ষ [অধ্যক্ষের নাম] বলেন, “আমাদের শিক্ষার্থীরা শুধু পুঁথিগত বিদ্যাতেই পারদর্শী নয়, তারা সাহিত্য-সংস্কৃতিতেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
এই বিদায় বেলায় শিক্ষার্থীদের চোখেমুখে ছিল দীর্ঘদিনের বন্ধন ছিন্ন হওয়ার বিষণ্ণতা, তবে নতুন দিগন্তে পদার্পণের হাতছানি তাদের মনে সঞ্চার করেছে নবীন উদ্দীপনা।
Leave a Reply