ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেধা মনন ও সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব গুণাবলি তৈরির উদ্দেশ্যে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ এর উদ্যোগে দুদিনব্যাপী “ট্রেনিং ওন লিডারশিপ” কর্মশালার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নাম্বার কক্ষে এই কর্মশালা শুরু হয়। এই কর্মশালায় অংশ করেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাক্টিভ সিটিজেনের প্রশিক্ষক
কামরুল ইসলাম রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্য সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আজকের কর্মশালায় নেতৃত্বদানের গুণাবলি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও সক্রিয় শ্রবণশক্তি ও তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকার হওয়া, নিজের লক্ষ্য নির্ধারণ করা, পরিশ্রমী হওয়া, ব্যতিক্রম চিন্তা ভাবনা, অনুমান করার ক্ষমতা সম্পর্কেও ধারণা দেওয়া হয়। কীভাবে আমি থেকে তুমি, আমি এবং তুমি থেকে আমরা সবাই সমাজে ভূমিকা রাখতে পারি সে সম্পর্কেও বাস্তবিক ধারণা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, “তারুণ্য বরাবরই তরুণদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক নেতৃত্ব বিকাশে বিশ্বাসী। সেই লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও লিডারশিপ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। তরুণদের মাঝে নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের অভ্যাস ও সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতেই এই আয়োজন। দুইদিন ব্যাপী ট্রেনিং এর আজ প্রথমদিন সম্পন্ন হয়েছে।”
উল্লেখ্য, তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি।
বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যর শক্তিকে কাজে লাগানো, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন করে গড়ে তোলা, নেতৃত্ব দক্ষতা তৈরি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিল্প ও সাংস্কৃতিক মুল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা সহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে তারুণ্য।
Leave a Reply