খুলনার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক পরিবার দিবস উদযাপনে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি), খুলনা বিশ্ববিদ্যালয় সংসদ “পরিবারে মূল্যবোধ ও মমতা: আধুনিক প্রজন্মের চ্যালেঞ্জ” শিরোনামে একটি বিশেষ কর্মশালা আয়োজন করে।
আজ ১৫ই মে, বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়, যেখানে তারা আধুনিক পরিবারে মূল্যবোধ রক্ষার গুরুত্ব এবং এর সাথে জড়িত চ্যালেঞ্জগুলো নিয়ে নিজেদের ভাবনা প্রকাশ করে।
কর্মশালার লক্ষ্য ছিল পারিবারিক বন্ধন, স্নেহ, দায়িত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং শিক্ষার্থীদের মধ্যে পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা।
শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজিত এই কর্মশালায়, অংশগ্রহণকারীরা ছবিভিত্তিক আলোচনা এবং প্রশ্ন ও উত্তরের মাধ্যমে তাদের পারিবারিক অভিজ্ঞতা ও ধারণা প্রকাশ করে। আয়োজকদের একজন ফারজানা জাহান জানান, “আমরা চেয়েছিলাম শিক্ষার্থীরা যেন তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে পরিবার সম্পর্কে সচেতন হয় এবং মূল্যবোধের তাৎপর্য বুঝতে পারে”।
বিদ্যালয়ের শিক্ষক মো. তানভীর বলেন, “আজকের কর্মশালায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অত্যন্ত আনন্দিত। তাদের আলোচনায় উঠে এসেছে পরিবারে ছোট ছোট বিষয়গুলোর প্রতি আমাদের উদাসীনতা, যা সত্যিই ভাবনার বিষয়। এই উপলব্ধি তাদের মধ্যে তৈরি হয়েছে, এটাই এই কর্মশালার সবচেয়ে বড় সাফল্য”।
বিজেএসসি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, পরিবার সামাজিক শৃঙ্খলা ও মানবিকতার সূতিকাগার। এই শিক্ষার গুরুত্ব তুলে ধরাই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা আমাদের রয়েছে।
কর্মশালায় প্রযুক্তিনির্ভর জীবনে পরিবারে সময়ের অভাব, বিভিন্ন প্রজন্মের মধ্যে দূরত্ব এবং পারিবারিক সংহতির ঘাটতির মতো বিভিন্ন বাস্তব সমস্যা উঠে আসে। শিক্ষার্থীরা এসব বিষয় নিয়ে আলোচনা করে এবং পরিবারে আরও ইতিবাচক ভূমিকা রাখার উপায় সম্পর্কে ধারণা লাভ করে। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং সক্রিয় অংশগ্রহণ দেখা যায়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পারিবারিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরার এই পদক্ষেপ শিক্ষক এবং অভিভাবকদের দ্বারা প্রশংসিত হয়েছে।
Leave a Reply