র,প,ই প্রতিনিধি : শরিফ মন্ডল
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে—এমনটাই নিশ্চিত করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম
তিনি বলেন, “যোগ্যতাভিত্তিক শিক্ষার্থীদের বাছাই করার জন্য একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার বিকল্প নেই। আগামী শিক্ষাবর্ষ থেকেই আমরা এই পদ্ধতি চালু করছি।”
এতদিন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি কার্যক্রম এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পন্ন হতো। নতুন এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের প্রস্তুতির ধরনেও আসবে পরিবর্তন। এদিকে অনেক অভিভাবক ও শিক্ষার্থী ইতোমধ্যে সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন এবং মনে করছেন, এটি মেধাভিত্তিক ভর্তিকে আরও জোরদার করবে।
কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ কারিগরি শিক্ষাকে আরও জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ করে তুলতে সহায়ক হবে।
Leave a Reply