নুসরাত নাঈম সাজিয়া,রাজশাহী কলেজ প্রতিনিধি
“A better way to career journey ” অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সুযোগ ও চ্যালেঞ্জ সৌর, বায়ু ও জলবিদ্যুৎ শক্তিসহ বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে ) বিকেল ৪ টায় রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের সভাপতি মোঃ জোবায়ের আহমেদের নেতৃত্বে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা মোট ৬টি গ্রুপ অংশগ্রহণ করে এবং গ্রুপ-৫ প্রথম স্থান অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির দপ্তর সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম নূহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, আজকের প্রেজেন্টেশনে যেসকল প্রজেক্ট দেখানো হলো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এই সকল বিষয়ে দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে দেশ আরো ভালোকিছু অর্জন করবে।
এসময় তিনি বিভিন্ন উদ্ভাবনের উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন এবং শিক্ষার্থীদের কাছে উদ্ভাবনী প্রজেক্ট তৈরি ও তা রিপ্রেজেন্ট করার আশা ব্যক্ত করেন।
বিজয়ী দল গ্রুপ-৫ এ মাইশা,নাজমুস সাকিব,
মৌমিতা প্রামানিক, সৌদিয়া চারজন সদস্য ছিলেন। বিজয়ী দল হিসেবে তারা জানান, আজকের বিজয় তাদের জন্য অন্যরকম একটা প্রাপ্তি। তারা সকলেই সমান ভাবে চেষ্টা করে গেছেন তাদের গ্রুপ কে বিজয়ী করতে এবং পরিশেষে তারা সেই সফলতা ধরে রাখতে পেরেছেন।
এছাড়াও প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী ৬ টি গ্রুপের মধ্যে
গ্রুপ -৪ ২য় স্থান, গ্রুপ -৬ ৩য় স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতায় উন্নয়নশীল বাংলাদেশকে আগামীর উন্নত বাংলাদেশে রুপান্তর করতে কেন এই নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব সম্পদের ব্যবহারের গুরুত্বপূর্ণ আলোচকরা তা সকলের সামনে উপস্থাপন করেন।
Leave a Reply