বানারীপাড়া প্রতিনিধি
ঢাবি’র ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বানারীপাড়া ডিগ্রি কলেজ ও উপজেলার বাইশারী ইউনিয়নের সৈয়দ বজলুল হক কলেজ ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন শাহরিয়ার আলম সাম্য। সম্প্রতি গভীর রাতে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় শোক, ক্ষোভ আর প্রতিবাদে মঙ্গলবার দিনভর উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ জেলা-উপজেলায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সাম্য হত্যার খবর ছড়িয়ে পড়লে ১৫ই মে বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রতিবাদে ফেটে পড়েন। এরই ধারাবাহিক কর্মসূচি পালন করে বানারীপাড়া উপজেলার দুইটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বানারীপাড়া ডিগ্রি কলেজ ও সৈয়দ বজলুল হক কলেজ ছাত্রদল। বানারীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ মাহাথির ও সাধারণ সম্পাদক প্রার্থী তারিকুল ইসলাম তামিমের নেতৃত্ব এবং সৈয়দ বজলুল হক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবির আহম্মেদ এর নেতৃত্ব উক্ত অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি পালন কালে বক্তাদের বক্তৃতায় শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসমুক্ত,দূর্নীতি মুক্ত ও জবাবদিহিতার বিষয়গুলো উঠে আসে। সাধারণ শিক্ষার্থী, জাতীয়তাবাদী ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনভর বিক্ষোভ ও কলেজ ক্যাম্পাসে অবস্থান করেন।
Leave a Reply