রুমা আক্তার, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিকের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন ফরহাদ বর্তমানে মরণব্যাধি ব্লাড ক্যান্সার (ALL T–Cell) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ছয় মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফরহাদ।
ফরহাদের রক্তের গ্রুপ A+, আর ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীদের নিয়মিত পর্যাপ্ত রক্তের প্রয়োজন হয়। ইতিমধ্যেই তার চিকিৎসার পেছনে ১০ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী চিকিৎসা কার্যক্রমের জন্য প্রয়োজন আরও ৩০ লক্ষ টাকা, যা ফরহাদের পরিবারের পক্ষে বহন করা কষ্টসাধ্য।
ঢাকার মাতুয়াইল এলাকার বাসিন্দা ফরহাদের বাবা আলিম মিয়া পেশায় দিনমজুর এবং মা স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত রয়েছেন। একমাত্র সন্তানকে বাঁচাতে তারা ইতোমধ্যে সর্বস্ব ব্যয় করেছেন। বর্তমানে টাকার অভাবে ফরহাদের চিকিৎসা বন্ধের আশঙ্কায় রয়েছেন তার বাবা-মা।
এই পরিস্থিতিতে শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় জানান, কলেজ প্রশাসনের পক্ষ থেকে ফরহাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করা হবে। এ বিষয়ে কলেজের টিচার্স কাউন্সিলেও আলোচনা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
অধ্যক্ষ ম্যাম আরও বলেন, “ফরহাদ আমাদের কলেজের সাধারণ শিক্ষার্থী, সে আমাদের পরিবারের অংশ। তার পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। আমি ‘বাঁধন’ সংগঠনের সকল সদস্যসহ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের রক্ত ও অর্থ দিয়ে ফরহাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”
ফরহাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা সকলে মিলে সমাজের সহানুভূতিশীল মানুষের প্রতি এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন। প্রয়োজনীয় সাহায্য পেলে হয়তো আবারও নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে ফরহাদ।
Leave a Reply