প্রতিনিধি -মো:সাব্বিরে হোসাইন
৩ জুলাই ২০২৪:গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছেন। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এনসিপির স্থানীয় নেতারা শহীদ পরিবারগুলোর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং তাঁদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামে শহীদ জাকারিয়া হাসান জুয়েলের বাড়িতে গিয়ে এনসিপি নেতারা তাঁর বাবা আকবর আলী শেখ, মা ঝর্ণা বেগম এবং বড় ভাই জহিরুল হাসান শেখের সঙ্গে দেখা করেন। তাঁরা শহীদ জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। এরপর তাঁরা শহীদ জুয়েলের কবর জিয়ারত করেন এবং স্মৃতিস্বরূপ পরিবারের হাতে দুটি ফলজ গাছের চারা তুলে দেন।
এছাড়াও, নাগরি ইউনিয়নের সেনপাড়া এলাকার শহীদ তাজুল ইসলামের পরিবারের সঙ্গেও এনসিপি নেতারা দেখা করেন। তাঁরা শহীদ তাজুল ইসলামের স্ত্রী ও ছেলে সিয়ামের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং তাঁদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, রাকিব শেখ, শাহাদাত, আবু সাঈদ অয়ন, ফাহিম আলম এবং মেহেদী হাসান। এনসিপি নেতৃবৃন্দ শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যেকোনো প্রয়োজনে তাঁদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। এই উদ্যোগ জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের পরিবারের প্রতি সামাজিক সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
Leave a Reply