স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে ও বর্তমান সরকারের পদত্যাগের দাবীতে গোপালগঞ্জে মোটরসাইকেলে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক মোল্যা আফজাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড় এলাকা থেকে শুরু হয়ে গান্ধিয়াশুর পাটকেল বাড়ী এলাকায় এসে শেষ হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ জেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের ১৮-২০টি মোটরসাইকেল যোগে প্রায় ৪০ নেতাকর্মী এ ঝটিকা প্রতিবাদ মিছিলে অংশ নেন।
এ সময় নেতাকর্মীদের শ্লোগান ছিলো, “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” শেখ হাসিনা বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে” “শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুছ এর পদত্যাগ দাবি করেন।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক মোল্যা আফজাল হোসেন বলেন, ভোরে নিষিদ্ধ সংগঠন ছাত্র রীগের নেতাকর্মীরা ঝঁটিকা মিছিল বের করে। নেতাকর্মীরা সাতপাড় এলাকা থেকে শুরু হয়ে গান্ধিয়াশুরের পাটকেল বাড়ী এলাকায় দিয়ে বের হয়ে গেছে।
Leave a Reply