রুমা আক্তার, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি,
সোহরাওয়ার্দী কলেজের লাইব্রেরি কলেজটির অন্যতম গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ একটি অংশ। এই গ্রন্থাগারটি ছাত্রছাত্রীদের জ্ঞানচর্চা, গবেষণা ও পাঠাভ্যাস গড়ে তোলার এক কেন্দ্রবিন্দু। প্রতিষ্ঠার শুরু থেকেই লাইব্রেরিটি শিক্ষার্থীদের মানসিক ও একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
লাইব্রেরিটির সংগ্রহে রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, বিজ্ঞান, রাজনীতি, ধর্ম, অর্থনীতি এবং সাহিত্য বিষয়ক সহস্রাধিক বই। শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনীয় পাঠ্য ও সহ-পাঠ্য বই খুঁজে পায় এখানে। লাইব্রেরিটিতে নিয়মিতভাবে নতুন বই সংগ্রহ করা হয় এবং পুরনো বইসমূহও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্যবহারযোগ্য রাখা হয়।
লাইব্রেরিটিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে নীরব পাঠকক্ষ, যেখানে তারা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে। গ্রন্থাগারিক ও কর্মীরা সব সময় আন্তরিকভাবে পাঠকদের সাহায্য করেন। বই ধার নেয়ার ব্যবস্থা সহজ ও দ্রুত, যা শিক্ষার্থীদের সময় বাঁচায় এবং পাঠ্য অনুরাগ বাড়ায়।
তবে, কিছু চ্যালেঞ্জও রয়েছে। লাইব্রেরি ভবনের পরিসর আরও বড় হলে এবং আসনসংখ্যা বাড়ানো গেলে পাঠকদের জন্য আরও সুবিধাজনক হতো। এছাড়া ই-লাইব্রেরির ব্যবস্থা থাকলে অধ্যয়ন আরও কার্যকর হতো।
একাদশ শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া আক্তার বলেন, “লাইব্রেরিতে এসে আমি একান্তে পড়তে পারি। এখানকার বইয়ের কালেকশন খুব ভালো, বিশেষ করে সাহিত্য বিভাগের বইগুলো আমার খুবই পছন্দ।”
বিজ্ঞান বিভাগের একজন ছাত্র জানায়,
“আমাদের পরীক্ষার সময় লাইব্রেরিটা খুব কাজে দেয়। অনেক রেফারেন্স বই আছে যেগুলো বাইরে পাওয়া যায় না। শুধু একটু বেশি আসন থাকলে ভালো হতো।”
কলেজের প্রধান লাইব্রেরিয়ান বলেন,
“আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দিতে। প্রতি বছর নতুন বই সংগ্রহ করা হয়। শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য ভবিষ্যতে ডিজিটাল লাইব্রেরির পরিকল্পনা রয়েছে আমাদের।”
সোহরাওয়ার্দী কলেজের লাইব্রেরি শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি শিক্ষার্থীদের জন্য এক নিরব সহচর। সময়ের সাথে সাথে এই গ্রন্থাগার আরও আধুনিক ও সমৃদ্ধ হয়ে উঠবে—এই প্রত্যাশা আমাদের সকলের।
Leave a Reply