1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাবি কুইজ সোসাইটির সভাপতি আসিফ, সম্পাদক মাহফুজ সাম্যের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে- ইবি ছাত্র আন্দোলন রাজশাহী কলেজ ছাত্রাবাসের পরে এবার ছাত্রীনিবাসে চুরির অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৩য় গবেষণা মেলা বরিশাল পলিটেকনিকে ‘PuppyPi’ রোবট: চতুষ্পদ বুদ্ধিমত্তায় প্রযুক্তির নতুন দিগন্ত বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শুরু শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কারমাইকেল কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ তিন দাবিতে গোবিপ্রবি ছাত্রীদের সংবাদ সম্মেলন সাম্য হত্যা বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মৎস্য অধিদপ্তরের নতুন সৃষ্ট পদে দ্রুত নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

জাবি কুইজ সোসাইটির সভাপতি আসিফ, সম্পাদক মাহফুজ

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১ বার পাঠ করা হয়েছে

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কুইজ সোসাইটির নবগঠিত কার্যনির্বাহী কমিটি প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের  ৫০ ব্যাচের শিক্ষার্থী আসিফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মাহফুজুল হক।

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন, শাহরিয়ার নূর জোনাক, সাজ্জাদ হোসেন, মারজিউর রহমান চৌধুরী, সায়মা প্রভা, শিউলী আক্তার, প্রিন্স রায়, সাবিকুন নাহার।  যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন, জুনায়েদ ইসলাম, শাহী ফারজানা তাসমিন, আব্দুল্লাহ আলিফ, মোঃ রাজিনুর রহমান পিয়াল, ইমদাদুল হক পারভেজ, তৌহিদুর শুভ, হোসেন মোঃ আকবর লাম,  তানিয়া বাহার হ্যাপি, মুখলাতুল জিনান ত্রিশা, পৃথ্বী সরকার, সদরুল আমিন। অর্থ সম্পাদক তুফায়েল আহমেদ ফাহিম, অফিস ব্যবস্থাপনা সম্পাদক আরাফাত হোসেন ইমন।

এছাড়াও  স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক শাবিবা রহমান, কুইজ উইং সম্পাদক আনিকা আনজুম, কুইজ উইং সম্পাদক রাকিবা সুলতানা সেতু, কনটেন্ট রাইটিং ও প্রকাশনা সম্পাদক সামিয়া তাসনিম, কনটেন্ট রাইটিং ও প্রকাশনা যুগ্ম সম্পাদক উম্মে মেহজাবিন, ডিজাইন বিষয়ক সম্পাদক সামিয়া সামাদ, ইডিটর সাদমান সাদিক, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রলয় সিংহ, ছাত্রকল্যাণ সম্পাদক হৃধি হাবিব, আইটি ও উদ্ভাবন সম্পাদক ফাহিম শাহরিয়ার, পরিকল্পনা সম্পাদক সফিকুল ইসলাম, প্রেস ও মিডিয়া সম্পাদক আলী হাসান মর্তূজা, ইভেন্ট এন্ড লজিস্টিকস সেক্রেটারি তাসফিয়া শাহিন সারা চৌধুরী, ইভেন্ট ও লজিস্টিকস উপ-সম্পাদক  লিজন আহমেদ, প্রচার ও ব্র্যান্ডিং সম্পাদক আরাফাত রহমান। নির্বাহী সদস্য হিসেবে আছেন মো. সাকিব আল হাসান, জান্নাতুন নাঈম, সাদিয়া তাবাসসুম, ইমরান হোসেন শামীম।

২১ ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম যথাক্রমে আসিফ ফারহান মাহিন, নাজমুল হাসান খান, দ্বীপ বিশ্বাস, মুশফিদা রহমান,তানিয়া আক্তার। বিজয়ী এ ৫ জনকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হক বলেন, “আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করা। কুইজ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি বিশ্লেষণী চিন্তা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং দলগত কাজের চর্চা গড়ে তোলে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা বিনা দ্বিধায় শেখার সুযোগ পাবে, নিজেদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরতে পারবে।”

নবগঠিত কমিটির সভাপতি আসিফ মাহমুদ বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সুনামের সহিত  তাদের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। বিগত বছরেও   বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে একাধিক কুইজ ইভেন্ট,  নজরুল কুইজ, ফ্রেশারস কুইজ,একুশে কুইজ, স্বাধীনতা কুইজসহ  প্রতিযোগিতামূলক ইভেন্ট আমরা সফলতার সাথে সম্পন্ন করেছি।  আমি আশা করব সামনের দিনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি  আরো বেশি সফলতা অর্জন করবে এবং বর্তমানে যারা দায়িত্ব পেয়েছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

কুইজ সোসাইটির উপদেষ্টা সহযোগী অধ্যাপক আফসানা হক বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে আসতে এবং  এত সুন্দর আয়োজন দেখতে ভালো লাগে। কুইজ ক্লাস তার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেছে। কমিটির সকলেই অনেক পরিশ্রম করে যাচ্ছে। তাদেরকে ধন্যবাদ। দেশের বাহিরে যেতে এসব ক্লাব থেকে পাওয়া অভিজ্ঞতা অনেক সহায়তা করে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি