কারমাইকেল কলেজ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কারমাইকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪/০৫/২০২৫) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মূসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।
বক্তারা বলেন, শাহরিয়ার আলম সাম্য একজন মেধাবী ও সৎ ছাত্রনেতা ছিলেন। তাঁর নির্মম হত্যাকাণ্ড শুধু ছাত্রদল নয়, পুরো শিক্ষাঙ্গনকে শোকাহত করেছে। তারা অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা সাম্যের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply