মোঃআশিকুল ইসলাম
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ রাত থেকেই আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়ার পর রাত সাড়ে ১১ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনে বসেন৷
অনশণরত শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন,
ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন, ভিসি বিরোধী অন্দোলনের আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরণ অনশনে বসতে চাচ্ছে। যেহেতু, আমরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সকল শিক্ষার্থীরা চলমান আন্দোলনের একটা পার্ট। সুতারাং আমি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমরণ অনশনে বসেছি। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা পিছু হটবো না। যদি ন্যায্য দাবি আদায় হওয়ার আগে কিছু হয়ে যায়, সেক্ষেত্রে এই স্বৈরাচার ভিসি ও তার সহযোগীরা দায়ী থাকবে।
অনশনরত আর এক শিক্ষার্থী আইন বিভাগের ওয়াহিদুর রহমান বলেন, আমাদের ক্ষোভের পরিসীমা এই উপাচার্য অতিক্রম করেছেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তিনি পায়ে মারিয়েছেন৷ যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট শুচিতা শরমিন পদত্যাগ করবেন অথবা তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন জারি থাকবে।
এর আগে সোমার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ আন্দোলনকারীদের পক্ষ থেকে বলেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের প্রাণের দাবি উপাচার্যের পদত্যাগ না মেনে নেওয়া হবে, ততক্ষণ আন্দোলনকারীদের একটি অংশ আমরণ অনশনে বসবেন৷
Leave a Reply