সারোয়ার হাসান সজীব, জাবিপ্রবি প্রতিনিধি।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়ার আজিজুল নেতৃত্বে অনুষ্ঠিত হলো পরিবেশবান্ধব উদ্যোগ—”জুলাই ২৪ শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি”।
বুধবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই সময় কাঁঠাল, পেয়ারা, নিম, কৃষ্ণচূড়া প্রভৃতি ছায়াদানকারী ও ফলদ গাছ রোপণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন কর্মসূচিকে ছাত্রদলের পক্ষ থেকে সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই কর্মসূচির মূল আয়োজক ছিলেন জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল । তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ—তৌসিফ, শাফিন, হুমায়ুন, রিমন, অর্পন ও সিমান্তসহ ছাত্রদলের আরও অনেক নেতা-কর্মী।
জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল বলেন, “দেশপ্রেম ও পরিবেশ রক্ষার চেতনাকে ধারণ করে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। ছাত্রদলের প্রতিটি কর্মী শুধু রাজনীতিতেই নয়, পরিবেশ উন্নয়নে প্রতিটি ক্যাম্পাসে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।জুলাই ২৪ এ যাঁরা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি যেন হারিয়ে না যায়, সেই চেতনা থেকেই আমরা আজ এই বৃক্ষরোপন।সারা বাংলাদেশে ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মী বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিচ্ছে একটাই লক্ষ সবুজ বাংলাদেশ গড়ে তোলা।”
তিনি আরও বলেন,“গাছ রোপণ একটি প্রতীকী কাজ হলেও এর প্রভাব সুদূরপ্রসারী। আমরা চাই আগামী প্রজন্ম একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য পরিবেশ পাক। ছাত্র রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও আমরা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকছি এবং ভবিষ্যতেও থাকব।”
এ সময় উপস্থিত অন্যান্য নেতারাও একইরকম অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গাছ লাগানোর মতো কার্যক্রম সত্যিকারের সম্মান প্রদর্শনের একটি শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়।
Leave a Reply