1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার আমরণ অনশনে বসছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন প্রোভিসিকে পরীক্ষক রাখায় তিনমাস ধরে ফাইল স্বাক্ষর করেনি ভিসি বানারীপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় মহিলাসহ তিনজনের উপর হামলা নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘OBE Curriculum’ প্রশিক্ষণ কর্মশালা জাবিতে বাংলাদেশ-ভারত ক্রস বর্ডার ট্রেড বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন  ৬ দফা দাবিতে ফের বাকৃবি শিক্ষার্থীদের আন্দোলন, ক্লাস-পরীক্ষা বর্জন পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত- এক দফা দাবিতে নিজ ক্যাম্পাসের পরে এবার দক্ষিন বঙ্গ অচল করে দেওয়ার হুশিয়ারী শিক্ষার্থীদের।

জাবিতে বাংলাদেশ-ভারত ক্রস বর্ডার ট্রেড বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন 

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৬ বার পাঠ করা হয়েছে

 

নিশান খান
জাবি প্রতিনিধি

বাংলাদেশ-ভারত ক্রস বর্ডার ট্রেড এবং স্থলসীমান্ত ব্যবস্থাপনার উপর এর প্রভাব নিয়ে বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ার শফিকের গবেষণামূলক বই ‘বাংলাদেশ-ইন্ডিয়া ক্রস বর্ডার ট্রেড এন্ড ইট’স ইম্প্যাক্ট অন ল্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট ‘ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ মে) বিকাল ৩ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কলা ভবনের এ আর মল্লিক লেকচার হলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বর্তমান সময়ে সীমান্ত ব্যবস্থাপনা ও আন্ত:দেশীয় বানিজ্যের বিভিন্ন বিষয় সম্পর্কে তাত্ত্বিক ধারণা ও পলিসি মেকিং এর ক্ষেত্রে বইটির উপযোগিতা আলোচনা করেন।

 

অনুষ্ঠানে বইটির তত্ত্বাবধায়ক ও ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর সীমানা অনেক জটিল। সাম্প্রতিককালে এটি আরও জটিলতর হয়ে যাচ্ছে। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত বাণিজ্য দুই ভাবে  পরিচালিত হচ্ছে। একটি বৈধ আরেকটি অবৈধ পথে। কিন্তু অবৈধ বাণিজ্যের কারণে সীমান্ত অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে। যা স্থল সীমান্ত ব্যবস্থাপনার বিরূপ প্রভাব ফেলছে।  এই বইটিতে এসব বিষয়ে তুলনামূলক বিশ্লেষণ এবং সমাধানের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে, যা গবেষক, পলিসি মেকারসহ সংশ্লিষ্টদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে।

 

প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, বর্ডার ম্যানেজমেন্ট ও বর্ডার স্টাডি গুরুত্বপূর্ণ বিষয়। সীমান্তের বিষয়টি বাংলাদেশের কনটেক্সটে গুরুত্বপূর্ণ আরও৷ একটি মাত্র দেশের সাথে চার হাজারে বেশি সীমান্ত শেয়ার করছি, এমন বাস্তবতায়, এটি পৃথিবীর ৩য় বৃহত্তম সীমান্ত। এখানে মিউচুয়াল রিলেশনের ক্ষেত্রে কালচারের চেয়ে বেশি ইকোনমি গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে ক্রসবর্ডার ট্রেড এবং সীমান্ত ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বইটিতে যেহেতু ক্রস বর্ডার ট্রেড এবং এর আলোকে স্থলসীমান্তের বিষয়ে আলোচনা করা হয়েছে তাই একটি বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি আমরা বইটিতে পাই।  বর্ডার সম্পর্কে আমাদের পারসেপশন এবং রিয়েলিটির মধ্যে যে গ্যাপ রয়েছে এ সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে বইটিতে।  সর্বপরি, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারতের স্থল সীমান্ত ব্যবস্থাপনার একটি তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে বইটিতে।

 

বইটির লেখক বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ার শফিক বলেন, বিজিবি থাকা অবস্থায়  অবস্থায় নর্থ বেঙ্গল বা উত্তরাঞ্চলের বিশাল বর্ডার নিয়ে আমাকে কাজ করতে হয়েছে।  দায়িত্ব পালনের কারণে বর্ডারের বিভিন্ন সমস্যা বিশেষ করে বর্ডার কিলিং, চোরাকারবারি, মাদক চোরাচালান সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এই বইটিতে আমার সেই বাস্তব অভিজ্ঞতার বিভিন্ন বিষয়ের চিত্র তুলে ধরা হয়েছে।  সীমান্ত অপরাধের অন্যতম প্রধান কারন বর্ডারের অবৈধ বাণিজ্য।  এর প্রভাবে বর্ডার কিলিংসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। বর্ডার ট্রেডের সাথে স্থল সীমান্ত ব্যবস্থাপনার যে সম্পর্ক তার প্রাইমারি ও সেকেন্ডারি ডাটার আলোকে কোয়ালেটিটিভ রিসার্চের ফলাফল বইটিতে আলোচিত হয়েছে।  বইটির মোট ৯ টি অধ্যায় রয়েছে। এতে ক্রস বর্ডার ট্রেডের বর্তমান অবস্থা, সিকিউরিটি ফোর্স, পলিসি মেকার, জিওপলিটিকাল সিচুয়েশন, কাস্টম ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়নসহ বর্ডারের পাশে বসবাসকারী মানুষের সাক্ষাৎকার সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সাজেদা বেগমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, সরকার ও রাজনীতি বিভাগের নুরুল হুদা সাকিব। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি