২০২৪-২৫ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম দফায় অপেক্ষমান তালিকা থেকে ফলাফল প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাটসসমূহে যথাক্রমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল এবং এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে নম্বর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী ১ম দফায় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী নির্বাচন করা হলো।
Leave a Reply