আবু রায়হান, রংপুর প্রতিনিধি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার উদ্যোগে দুস্থ শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৯ মার্চ (শনিবার) রাতে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহানত মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর সহ-সভাপতি অধ্যাপক মোত্তালেব হোসেন, আবু ছায়ীম, কোষাধ্যক্ষ আব্দুল বাতেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে রংপুর মহানগরীর শতাধিক দুস্থ শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply