মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেহাট এলাকার কাপড় ব্যবসায়ী ও বিএনপি কর্মী গোলাম মোস্তফা রতন সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। পোস্টটিতে তিনি নবী মুহাম্মদ (সা.)-এর শানের সঙ্গে জামায়াতের আমিরের নাম মিলিয়ে কটাক্ষমূলক মন্তব্য করেন, যা নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও সমালোচনা
রতন সরকারের এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ জনগণ ও নেটিজেনরা এর বিরুদ্ধে কঠোর সমালোচনা শুরু করেন। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন এবং বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন—দলটি এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না।
বিএনপি থেকে বহিষ্কার
জনরোষের মুখে গতকাল (১ মার্চ) বিএনপির ৮ নম্বর চেংমারী ইউনিয়ন শাখার আহ্বায়ক মোস্তাকুর রহমান বাবুল এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে গোলাম মোস্তফা রতন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আপনাকে সকল প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হলো।”
ভুল স্বীকার ও দুঃখপ্রকাশ
বহিষ্কারের পর রতন সরকার নিজের ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে তার কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করেন। তিনি লেখেন, “আমি আমার আগের পোস্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাজ আর করব না। অনুগ্রহ করে এই বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করবেন না।”
Leave a Reply