স্টাফ রিপোর্টার :এম এ মতিন
আজ ০১ ফেব্রুয়ারি ২০০২৫ ইং তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মিঠাপুকুর উপজেলা এর উদ্যোগে ৫ নং বালারহাট ইউনিয়নের অসহায় ও দুস্থ নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবিক এ কার্যক্রম এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসনাত রতন হাজী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র প্রতিনিধি সিহাব হাসান ও মোজাহিদ ইসলাম এবং উপজেলা ছাত্র প্রতিনিধি মোহতাসিম বিল্লাহ ও রাকিবুল ইসলাম রিপন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আবুল হাসনাত রতন হাজী বলেন, *”এ ধরনের উদ্যোগ সমাজের দুস্থ ও শীতার্ত মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”*
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরাবরই সামাজিক সচেতনতা ও সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
–
Leave a Reply