বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
রোববার (২৫ মে) আনুষ্ঠানিকভাবে জিটিআইতে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৯ সালে তিনি প্রথমবারের মতো এই প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করেন। সদ্য তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৩ সালে বাকৃবিতে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন অধ্যাপক ড. মোজাম্মেল।
পরবর্তীতে ২০০৫ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে পূর্ণ অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
তাঁর নেতৃত্ব, একাডেমিক দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতায় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদী ড. মোজাম্মেল।
Leave a Reply