আশিকুল ইসলাম, ববি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এবার বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘ওয়ান ট্রু থ্রি ফোর ফ্যাসিস্ট ভিসি নো মোর’; ‘এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি’; ‘দফায় দফায় মামলা, এখন গদি সামলা’; ‘দফা এক দাবি এক, ফ্যাসিস্ট ভিসির পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দেন।
পরবর্তী সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত প্রশাসনিক শাটডাউন কর্মসূচি বাস্তবায়নে উপাচার্যের কার্যালয়, ট্রেজারার কার্যালয়, রেজিস্ট্রারের কার্যালয়সহ একাধিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি ও ট্রেজারার অধ্যাপক মামুন অর রশিদ নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান।
শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আজ ১১ টার মধ্যে উপাচার্যকে পদত্যাগ করতে বলা হয়েছিল এবং পদত্যাগ না করায় পূর্ব ঘোষিত শাটডাউন পালন করার জন্যই তারা এই তালা ঝুলিয়েছেন।
শিক্ষার্থীরা আরো জানান, অতিসত্বর উপাচার্য পদত্যাগ না করলে তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
আন্দোলনরত শিক্ষার্থী রসায়ন বিভাগের আকরাম বলেন, ‘বর্তমান ভিসি কার্যক্রম ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিপূরক হিসেবে কাজ করছেন। যখন আন্দোলন হয়, তখন ছাত্রদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তার দায়িত্ব থাকা সব বিষয়ের কাজ করতে অনীহা প্রকাশ করেন। আমরা ছাত্রছাত্রীবান্ধব একটি ভিসি প্রত্যাশা করি।’
আরেক শিক্ষার্থী আইন বিভাগের তরিকুল বলেন, ‘শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করলেই, আন্দোলন দমানোর জন্য স্বৈরাচারের ভিসি মামলা দিয়ে দেন, যা বিশ্ববিদ্যালয়ের মুক্ত ধারার চিন্তার পরিপন্থী। তিনি এই বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকার যোগ্যতা হারিয়েছেন।’
Leave a Reply