নিউজ ডেস্ক :
যশোরে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত লোকজনের সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ সময় বহিরাগত ব্যক্তিদের আড্ডাস্থল কয়েকটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের আসাদ গেটের সামনে এ ঘটনা ঘটে।
বহিরাগত ব্যক্তিদের হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে কলেজের ছাত্রদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসের মধুমঞ্চে মাইকেল মধুসূদন দত্তের জন্মজয়ন্তীর অনুষ্ঠান আছে। সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে কলেজের শহীদ আসাদ হল এলাকায় সাগর নামের একজন বহিরাগতসহ দুজন ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের ধূমপান করতে নিষেধ করেন। এ নিয়ে ওই শিক্ষার্থীদের মারধর করেন বহিরাগত দুজন। খবর পেয়ে আসাদ হল ছাত্রদলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে সেখানে হইচই শুরু হয়। কিছুক্ষণ পর স্থানীয় খড়কি এলাকার বাসিন্দা সাগর তাঁর ৪০ থেকে ৫০ জন অনুসারীকে নিয়ে আসাদ হল লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় ইটপাটকেলের আঘাতে অন্তত তিন শিক্ষার্থী আহত হন, তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এরপর রাতে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে প্রেসক্লাবের সামনে থেকে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে থাকা লোকজনের হাতে পাইপ, লাঠি ও কাঠের বাটাম দেখা গেছে। এতে শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Leave a Reply