রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য সহযোগিতার জন্য গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-কে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
আজ ২৯ জুন (শনিবার) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল-এর হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. মোঃ আজিজুল ইসলাম।
সম্মাননা গ্রহণ করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান হাবিব আলী এবং একই বিভাগের ২৪২তম ব্যাচের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম।
এ প্রসঙ্গে শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন,
“এক ব্যাগ রক্ত একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতে যেন আরও মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই প্রতিশ্রুতি নিয়েই আমরা এগিয়ে চলবো।”
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. মোঃ আজিজুল ইসলাম বলেন,
“যারা নিঃস্বার্থভাবে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান, তাদের সম্মান জানাতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
Leave a Reply