মোঃ শাহজালাল (শ্রাবণ), গংগাচড়া উপজেলা প্রতিনিধি
রংপুরের গংগাচড়া উপজেলার বিভিন্ন হাটবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে সফল ও জনসম্পৃক্ত করতে এই কর্মসূচি পালন করে দলটি।
গতকাল শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার নয়টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাটবাজারে একযোগে প্রচার কার্যক্রম চালান জামায়াতের নেতাকর্মীরা। ইউনিয়নভিত্তিক দলীয় নেতৃবৃন্দের নেতৃত্বে চলে এই গণসংযোগ।
গংগাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান জানান, “৪ জুলাইয়ের জনসভায় সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই আমরা এ উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়া আমাদের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।”
গণসংযোগে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বড়বিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সোহাগ রহমান জানান, “স্বৈরাচারী শাসনামলে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড ছিল সীমাবদ্ধ। কর্মীরা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে পারত না। এখন গণসংযোগের মাধ্যমে তারা প্রাণ ফিরে পেয়েছে, সাধারণ ভোটারদের সাথেও নতুনভাবে সংযোগ তৈরি হয়েছে।”
Leave a Reply