রিপন শাহরিয়ার, বেরোবি:
রংপুর শহরের পার্কের মোড় এলাকায় অবস্থিত পার্ক ভিউ মেসে চুরির চেষ্টাকালে স্বাধীন আহমেদ নামে এক চোরকে আটক করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তের বাড়ি রংপুর সদর উপজেলার সাহেবগঞ্জ এলাকায় বলে জানা গেছে।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, আজ মঙ্গলবার রাত ৮টার দিকে পার্ক ভিউ মেসের চারতলায় উঠে রাকিব হাসান নামে এক শিক্ষার্থীর কক্ষের তালা ভাঙার চেষ্টা করছিল স্বাধীন। পাশের রইচ জোবায়দা মেসের শিক্ষার্থীরা ঘটনাটি দেখতে পেয়ে তা মোবাইলে ভিডিও ধারণ করেন এবং পার্ক ভিউ মেসের শিক্ষার্থীদের জানান।
পরবর্তীতে শিক্ষার্থীরা চোরকে আটক করলে, তিনি তাদেরকে হুমকি দিতে শুরু করেন এবং নিজের স্ত্রীকে ফোনে জানান দেন। ৯টার দিকে তাঁর স্ত্রী শিশু সন্তান নিয়ে সেখানে ছুটে আসেন সাড়ে ৯টার দিকে তাজহাট পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত স্বাধীন পুলিশের সামনেই আত্মহত্যার হুমকি দেন। এমনকি পুলিশের হেফাজত থেকেও এক পর্যায়ে ছাড়া পেয়ে শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এ সময় পুলিশ একটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে।
পরে পুলিশ তাকে তাজহাট থানায় নিয়ে যায়। এ ঘটনায় পার্ক মোড় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থী রাকিব হাসান বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে এসে দেখি মেসে চোর আটক করেছে। সে আমার রুমে তালা ভাঙ্গার চেষ্টা করছিল।
এ বিষয়ে তাজহাট থানার ওসির শাহ আলম সরদার
সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চুরির ঘটনায় পার্কের মোড়ের একটি মেস থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনা আইনি প্রক্রিয়া চলমান।
Leave a Reply