ক্যাম্পাস ২৪ ডেস্ক
কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় থানা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রৌমারী থানার এসআই শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম উপজেলার বন্দবের ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
রফিকুলের পরিবার অভিযোগ করে বলেন, পুলিশ মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে। তিনি আওয়ামী লীগের রাজনীতি করে কখনও টেন্ডারবাজি, কোনো প্রকার দুর্নীতি, চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না। শুধুমাত্র হয়রানি করতে তাকে গ্রেপ্তার করেছে।
রৌমারী থানার এসআই শাহাদত জানান, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা দায়ের করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব মন্ডল। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আ.লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply