র,প,ই প্রতিনিধি : শরিফ মন্ডল
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির সেশন ২০১৮-১৯ (১ম শিফট)-এর মেধাবী সাবেক শিক্ষার্থী মোঃ মামুন মিয়া আর নেই। তিনি পেটের নাড় প্যাচ খাওয়ার কারণে লিভার জন্ডিস ও অ্যালার্জিসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন।
শনিবার আনুমানিক সকাল ১১টার দিকে রংপুর কমিউনিটি কলেজ ও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রয়াত মামুন মিয়ার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায়। শিক্ষাজীবনে তিনি বন্ধুবান্ধবদের মাঝে অত্যন্ত প্রিয়, আন্তরিক ও মেধাবী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, পরিবার ও কারিগরি শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কারিগরি ছাত্র পরিষদের র,প,ই কমিটির সহ-সভাপতি মইনুল ইসলাম মিল্লাত এক শোকবার্তায় বলেন,
“মামুন ভাই আমাদের সকলের প্রিয় বড় একজন ভাই ছিলেন। তার অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। কারিগরি শিক্ষার্থী সমাজ একজন উদ্যমী, প্রাণবন্ত এবং নিষ্ঠাবান কর্মীকে হারালো। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো আমার গভীর সমবেদনা।”
মরহুমের জানাজা ও দাফন তাঁর নিজ গ্রাম সাদুল্লাপুর, গাইবান্ধায় সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করুন, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দিন—আমিন।
Leave a Reply