1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইবিতে তারুণ্যের তত্ত্বাবধানে নেতৃত্ব বিষয়ক কর্মশালা বিজেএসসি খুবি সংসদের উদ্যোগে আন্তর্জাতিক পরিবার দিবসে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত সাম্য হত্যায় বৈবিছাআ নেতারা চুপ কেন প্রশ্ন ইবি ছাত্রদলের বাকৃবিতে শিক্ষকদের পরীক্ষাসংক্রান্ত পারিশ্রমিক বিলের ডিজিটাল অটোমেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য রওশন জামিলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে মানববন্ধন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি এখন থেকে পরীক্ষার মাধ্যমে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ী গ্রুপ-৫ ঢাবি’র ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বানারীপাড়ায় কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন; গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৬৪ মামলায় ১২ হাজার ৫’শ টাকা জরিমানা টিএমডিসির প্রীতি বিতর্ক: যুক্তির লড়াইয়ে বিজয়ী তিতুমীর হল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য রওশন জামিলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬ বার পাঠ করা হয়েছে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রওশন জামিলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের শল্লার বিলে আশ্রয়কেন্দ্রে শতাধিক আশ্রিতরা নারী-পুরুষ এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন। এর আগে স্থানীয় রবিউল ইসলাম রবি নামে একজন রওশন জামিলের বিরুদ্ধে শল্লার বিলে লাইব্রেরী ও স্কুল নির্মাণে বাঁধা শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করান বলে অভিযোগ করেন ভূক্তভোগী রওশন জামিল। তিনি দাবি করেন এমন কাজ আমি করতে পারিনা। রবিউল ইসলাম রবি ওরফে মীর রবি একজন আ.লীগের দোসর। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিলেন। ৫আগস্টের আগে মীর রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা দিয়েছিল। তিনিই এখন আ.লীগের দোসরদের সহযোগিতায় বিভিন্ন সময় আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
লাইব্ররী কাজে নিয়োজিত ঠিকাদার জালাল উদ্দিন ফালু মানববন্ধনে এসে বলেন, মীর রবি যে মিথ্যা তথ্য ছাড়াচ্ছে রওশন জামিলের বিরুদ্ধে, তা সম্পূর্ণ মিথ্যা। আমার কাজে কোন বাঁধা দেননি জামিল। বরং তিনি লাইব্রেরী প্রতিষ্ঠার পেছনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, রবি আ.লীগের দোসর হয়ে কাজ করছে। আমরাও চাই এই আশ্রয়কেন্দ্রে লাইব্রেরী হউক কিন্তু আ.লীগের দোসরদের এখানে কোন স্থান নেই। আমরা স্থানীয় সাধারণ মানুষ এই লাইব্রেরী প্রতিষ্ঠা করব। জামিল এবিষয়ে কোন বাঁধা সৃষ্টি করেননি।
আশ্রয়কেন্দ্রে আশ্রিত বুলবুলি ও লাবনী বলেন, জামিলের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তা ষড়যন্ত্রমূলক। আমরা এখানে সবসময় থাকি। জামিল কোনদিন এসে কারো কাছে এক টাকাও চাননি। বরং প্রকৃত ভূমিহীনদের ঘর পাইয়ে দিতে তিনি আমাদের জন্য সংগ্রাম করেছেন।
ইউনিয়ন প্রশাসক আখতার ফারুখ মিয়া বলেন, শল্লার বিলে পাঠাগার হচ্ছে এবিষয়ে আমি কিছুই জানিনা। আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা-তাও আমার জানা নেই। মীর রবি জানান, রওশন জামিল লাইব্রেরীর কাজ বন্ধ করে দিয়েছে।
এব্যাপারে জানতে ইউএনও নাজমুল হক সুমনকে একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন মনজুরুল ইসলাম, মাহবুর শেখ, আব্দুল আউয়াল সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি