হুসাইন আল হিমেল|উপজেলাপ্রতিনিধি, ডিমলা (নীলফামারী):
নীলফামারীর ডিমলা উপজেলার এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাজী আশরাফ আলী উদ্ভাবন করেছেন এক অভিনব জ্বালানি, যা গাছের রস থেকে তৈরি। স্থানীয়ভাবে সংগৃহীত উদ্ভিদের নির্যাস থেকে প্রক্রিয়াজাত করে তিনি তৈরি করেছেন বিকল্প ইঞ্জিন অয়েল। তার তৈরি এই তেল দিয়ে মোটরসাইকেল সফলভাবে চালানো সম্ভব হয়েছে, যা ডিমলায় বিস্ময় সৃষ্টি করেছে।
আশরাফ আলী জানান, দীর্ঘদিন গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি এই জ্বালানি তৈরিতে সক্ষম হন। ২০০৮ সালে তাঁর তৈরি তেল বাংলাদেশ জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটে (বিআরইআরআই) পরীক্ষিত হয়। তাতে দেখা যায়, অল্প কিছু পরিশোধনের পর এটি ইঞ্জিনে ব্যবহারের জন্য কার্যকর।
স্থানীয় মোটরসাইকেল মেকানিক আনিসুর রহমান বলেন, “এই তেল দিয়ে আমি কয়েকটি মোটরসাইকেল চালিয়েছি। ইঞ্জিনে কোনো সমস্যা হয়নি, বরং খুব ভালো পারফর্ম করেছে।”
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই তেল ব্যবহারযোগ্য হলেও যথাযথ পরিশোধন না হলে ইঞ্জিনে কার্বন জমতে পারে। বিসিএসআইআরের অবসরপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাইমুল হক বলেন, “ভেরেন্ডা জাতীয় উদ্ভিদের তেলে ইঞ্জিন ব্যবহারের উপযোগী উপাদান রয়েছে, তবে রিফাইনিং অপরিহার্য।”
আশরাফ আলীর দাবি, তাঁর তৈরি তেলের উৎপাদন খরচ বাজারের প্রচলিত ইঞ্জিন অয়েলের চেয়ে অনেক কম। এটি যদি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পায়, তাহলে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।
জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান জানান, “এই উদ্ভাবন দেশের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিষয়টি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রেরণের প্রস্তুতি চলছে।”
দেশীয় উদ্ভাবন ও গবেষণাকে পৃষ্ঠপোষকতা দিলে যে প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জন সম্ভব, হাজী আশরাফ আলীর উদ্ভাবন তার উজ্জ্বল দৃষ্টান্ত
Leave a Reply