রাজনৈতিক অঙ্গনে বিরল ঘটনা ঘটালেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের এক আয়োজনের প্রশংসা করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
শনিবার রাত**১১টা ৫১ মিনিটে** এক ফেসবুক পোস্টে ছাত্রদলের **হিফজুল কোরআন ও তেলাওয়াত প্রতিযোগিতার** প্রশংসা করে জাহিদুল ইসলাম লেখেন, **”মাশা-আল্লাহ। বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদল ভালো কাজের প্রতিযোগিতায় সম্পৃক্ত হয়েছে। আল্লাহ কবুল করুন। অনেক অনেক দোয়া ও শুভকামনা।”**
এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বলছেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি একটি **”ইতিহাস সৃষ্টি করা”** মুহূর্ত, যেখানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনের ভালো কাজের প্রশংসা প্রকাশ্যে করা হয়েছে। কেউ কেউ এটিকে **”সুস্থ রাজনৈতিক চর্চা”** হিসেবে আখ্যায়িত করেছেন এবং এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি ভবিষ্যতেও দেখতে চেয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, দেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় কাদা ছোড়াছুড়ি ও একে অপরকে ছোট করার প্রবণতা দেখা গেলেও, এই ধরনের ইতিবাচক পদক্ষেপ রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি দৃষ্টান্ত হতে পারে। যদি প্রধান ছাত্রসংগঠনগুলো একে অপরের ভালো উদ্যোগের প্রশংসা করতে পারে, তবে রাজনৈতিক অঙ্গনে সুস্থ প্রতিযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে উঠতে পারে।
বিষয়টি নিয়ে এখনো ছাত্রদল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এই পোস্ট রাজনৈতিক মহলে ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
Leave a Reply