নিউজ ডেস্ক :
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (৭ মার্চ)। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের লিখিত ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২৭৩ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে আসনপ্রতি লড়বেন প্রায় ১৫ জন শিক্ষার্থী। এর আগে আবেদনের পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য ১২ হাজার ৮০০ জন প্রার্থীর তালিকা ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়।
ভর্তি প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাব্য তারিখ ২৩ মার্চ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৩ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর প্রাপ্তদের মেধাতালিকা প্রকাশ করা হবে না, তাদের অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে
Leave a Reply