**মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:**
কালের বিবর্তনে আজ ডাকবাক্সের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। ই-মেইল, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতার কারণে মানুষ এখন আর চিঠি পাঠানোর জন্য ডাকবাক্সের দ্বারস্থ হয় না। তবুও স্মৃতির এক নিদর্শন হয়ে চকচক করছে সেই পুরোনো ডাকবাক্স।
রংপুরের মিঠাপুকুর উপজেলার **চেংমারির ফকিরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবলিক উচ্চ বিদ্যালয়ে** গেলেই চোখে পড়ে সেই ডাকবাক্সটি। একসময় যেখানে নিয়মিত চিঠি জমা পড়ত, আজ তা নীরব দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে।
স্থানীয়রা জানান, একসময় ডাকবাক্স ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। মানুষ অপেক্ষায় থাকত প্রিয়জনের চিঠির জন্য। এখন ডিজিটাল যুগে সেই চিঠি লেখার সংস্কৃতি বিলুপ্তির পথে, তবে ডাকবাক্স এখনো রয়ে গেছে অতীতের স্মৃতিচিহ্ন হিসেবে।
এখন প্রশ্ন উঠছে—এই ডাকবাক্সগুলো সংরক্ষণ করা হবে, নাকি কালের গহ্বরে হারিয়ে যাবে? সময়ই হয়তো এর উত্তর দেবে।
Leave a Reply