নিউজ ডেস্ক :
রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ক্লাস-পরীক্ষা বর্জন করে ৩য় দিনের মতো বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার (৩ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।
এ সময় শিক্ষার্থীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলার প্রতিবাদে আজ তারা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।
এর আগে শনিবার পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ১৪ দফা দাবিতে আন্দোলনের নামেন শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালনের সময় বহিরাগত দিয়ে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে বিশ্ববিদ্যালয়টির একাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার সকাল থেকে ক্যাম্পাসের ক্লাসরুম ফাঁকা দেখা গেছে। কোনও শিক্ষার্থীকে ক্লাসে দেখা যায়নি। মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।
Leave a Reply