নিউজ ডেস্ক :
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিঠাপুকুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন। আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস, শহিদদের আত্মত্যাগ ও বাংলা ভাষার মর্যাদা রক্ষায় করণীয় বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষার গুরুত্ব ও মাতৃভাষার চর্চা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান অতিথিরা।
এসময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply