(মোঃ রাহাদ আলী সরকার – মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি)
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্টুডেন্টস প্ল্যাটফর্ম ২০২৪-২৫ এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৭ জুন (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে আর্য চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়জিৎ ধার মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটিতে অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে – মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক – আব্দুল্লাহ আল জুবায়ের, সাংগঠনিক সম্পাদক – ফারদিন জামান সিয়াম, অর্থ সম্পাদক – নুসরাত জাহান মহিমা, দপ্তর সম্পাদক – মোস্তাফিজুর রহমান ইমু, জনসংযোগ ও গণযোগাযোগ সম্পাদক – ইতমাম হায়দার, নারী বিষয়ক সম্পাদক – নওশিন সাইয়ারা, আইন বিষয়ক সম্পাদক – মোঃ সিফাতুল্লাহ, শিক্ষা, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক – তাহা ইবনে সিরাজ তামিম, শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক – জাহিন আহমেদ জারিফ, স্বাস্থ্য ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক – শাহারিয়া কবীর ঐশী, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক – নাজমুল ইসলাম ফয়সাল নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক হিসেবে কাজী ওয়াজীউল্লাহ ইকরা ও আব্দুল মালেক, উপ-সাংগঠনিক সম্পাদক – ওয়াসিফ আহমেদ ও আহমেদ মুকতাফি রোহান, সহকারী সাংগঠনিক সম্পাদক – মোঃ কাউসার আহমেদ, উপ-দপ্তর সম্পাদক – মোঃ সিফাতুল আলম, সহকারী দপ্তর সম্পাদক – মোঃ সামিউল ইসলাম প্রমি, আইটি সহকারী দপ্তর সম্পাদক – ইসমাম লাবিব, উপ-অর্থ সম্পাদক – সাদমান সোওয়াদ, উপ-জনসংযোগ ও গণযোগাযোগ সম্পাদক – সুবহে সাদিক সামি ও সাদি মোহম্মদ সায়েম, সহকারী জনসংযোগ ও গণযোগাযোগ সম্পাদক – আশরাফুল ইসলাম তাশদিদ ও মোঃ আব্দুস সালাম সায়েম, উপ-নারী বিষয়ক সম্পাদক – সুজানা সায়েদ অনামিকা গৌধুলী, সহকারী নারী বিষয়ক সম্পাদক – জেসিনা জিকরা ও হালিমা আক্তার মিম, উপ-আইন বিষয়ক সম্পাদক – মুশতাক আহমেদ ও শাদিদ ইমাম খান, সহকারী আইন বিষয়ক সম্পাদক – মাহরিব ইসলাম ও বিল্লাল মোল্লা, উপ-স্বাস্থ্য ও ছাত্রকল্যাণ সম্পাদক – মোহাম্মদ বিন আশরাফ, সহকারী স্বাস্থ্য ও ছাত্র কল্যাণ সম্পাদক – শিহাব আহমেদ নূর ও মোঃ মুশতাক লাবিব, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক – এ এম নিয়াজ রহমান, সহকারী ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক – মোহন বিশ্বাস ও মোঃ তাসনিম হাসনাত দীপন, উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক – সিদরাতুল মুনতাহার রাফি ও আরিবুন নাফি, সহকারী শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক – এম কে বিপ্লব, নুসরাত জাহান ও সুমাইয়া মাহজাবিন, উপ শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক – মোঃ শোয়াইব ও মোঃ সামির ইসলাম শান্ত, সহকারি শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক – এস ফারদিন তাহমিদ ও মোঃ শামসুল ইসলাম আলভি, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য -মোঃ শাফিউল আলম, মোঃ জুবায়ের হাসান, আব্দুল্লাহ আল ইমন, ফারহান মাহতাব, মুনতাকিম মাহিন, এইচ এম আতাহার কামাল সাইমুন, তাশফিরুল হাই তামাম ও এস কে মোঃ আফরান আননাসি এবং কনিষ্ঠ নির্বাহী সদস্য – সাদিকুর রহমান সাদী, মোঃ বায়েজিদ হোসাইন, ইবনে জিহাদ শুভ, মিনার হাসান, রাকিব হাসান, মুইজ আহমেদ রুদ্র, আব্দুল্লাহ ওমার নাসিফ, তাসিন ইবনে আমেজ (সোয়াদ), মোঃ তারেক রহমান, শাকিল রানা, মোঃ রায়হান উদ্দিন ও সাদমান আবরার রাফিন নির্বাচিত হয়েছেন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত সভাপতি আর্য চক্রবর্তী বলেন, “আশা করছি, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে স্টুডেন্টস প্ল্যাটফর্মকে আরও সক্রিয় ও কার্যকর করে তুলতে পারব।”
সাধারণ সম্পাদক প্রিয়জিৎ ধর বলেন, “আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। একাডেমিক ও প্রশাসনিক যেকোনো সমস্যা মোকাবেলায় প্ল্যাটফর্ম সব সময় পাশে থাকবে। বিশেষ করে স্বাস্থ্য সহায়তা, একাডেমিক জটিলতা ও প্রশাসনিক যোগাযোগে আমরা নিরবিচারে কাজ করে যাব।”
শিক্ষার্থীদের সার্বিক সহায়তা নিশ্চিত করতেই প্ল্যাটফর্মটি ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
Leave a Reply