গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী পরিবার।
আজ রবিবার (২৫ মে) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও গ্রামবাসী।
মানববন্ধন চলাকালে আম্বিয়া খাতুন, খাদিজা বেগম, কাজলী বেগম ও রেহানা বেগম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, জমিজমা বিরোধের জের ধরে শুক্রবার ভোরে গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের শাহিন মোল্লার পরিত্যক্ত ও পুরান বাড়ির তালাবদ্ধ ঘরে রহস্যজনক আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার শাহিন মোল্লা গোপালগঞ্জ সদর থানা একটি মামলা দায়ের করেলে প্রতিপক্ষ ফুলমিয়া মোল্লা নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জেরে নিজেদের ঘরে নিজেরা আগুন লাগিয়ে তাদের ঘায়েল ও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করেন তারা।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. নাজেদুর রহমান জানান, ঘর পোড়ানোর ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় ১২জনকে আসামীর করে মামলা করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply