(মোঃ রাহাদ আলী সরকার – মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি)
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দীর্ঘ ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।আজ (২৪মে) বিশ্ববিদ্যালটির উপাচার্যের সম্মতিক্রমে রেজিস্ট্রার মোহাম্মদ এহসান উল্লাহ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ছুটির ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয় ১জুন ২০২৫ তারিখ থেকে শুরু হওয়া ছুটি চলবে ১২ জুন ২০২৫ পর্যন্ত মোট ১২ দিন।তবে ১৩ ও ১৪জুন শুক্রবার এবং শনিবার হওয়ায় ২দিন বেশি ছুটি পাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
সে হিসেবে ছুটি শেষে বিশ্ববিদ্যালয় পুনরায় খুলবে ১৫ জুন ২০২৫, রোববার।
অফিস আদেশে বলা হয়েছে, ছুটি কার্যকর হবে সর্বশেষ কার্যদিবস ৩১মে ২০২৫ (শনিবার) এর পর থেকে। এই ছুটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই নয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। পবিত্র ঈদ-উল-আযহার ধর্মীয় ভাবগাম্ভীর্যের কথা মাথায় রেখে এই দীর্ঘ ছুটির সময় নির্ধারণ করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরে এই নির্দেশনা পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগ, অনুষদ, শাখা ও ইনস্টিটিউটগুলোকে ছুটির সময়কাল অনুযায়ী পূর্বপ্রস্তুতি নিতে বলা হয়েছে। ছুটির পূর্বে ও পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যাতে স্বাভাবিক নিয়মে চলতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘ এ ছুটি পেয়ে শিক্ষার্থীরা একদিকে যেমন আনন্দিত তেমনি শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরাও অনেক খুশি।
এছাড়াও বিশ্ববিদ্যালয় খুলে যাওয়ার পর বিভিন্ন সেমিনার, কর্মশালা এবং সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।দীর্ঘ এই ছুটি শেষে শিক্ষার্থীরা যেন নতুন উদ্যমে শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায়।
Leave a Reply