সারোয়ার হাসান সজীব, জাবিপ্রবি প্রতিনিধি।
আধুনিক যুগে কর্মজীবনে সফল হতে হলে প্রয়োজন লক্ষ্যভিত্তিক পরিকল্পনা, দক্ষতা অর্জন এবং শিল্পক্ষেত্রের চাহিদা সম্পর্কে গভীর জ্ঞান। ঠিক এই বিষয়গুলোকে সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ২০ই মে ( মঙ্গলবার) “Design Your Destiny: Smart Career Planning and Industry Expectation” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারটিতে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. এনামুল হক। সেমিনারে প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান , যিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সফলতা অর্জনের দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন । তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক চাকরি বাজারে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন ।
এছাড়াও শিল্পখাত থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন একজন অভিজ্ঞ শিল্প বিশেষজ্ঞ — মমিনুর রহমান খান, ডিজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং, এফএমসিজি ডিভিশন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। তিনি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রজেক্টেরের মাধ্যমে কীভাবে আর্দশ ও দক্ষ কর্মী হওয়া যায় তা আলোচনা করেন। শিক্ষার্থীদের কি কি দক্ষতা অর্জন করতে হবে তা তুলে ধরেন এবং তিনি বর্তমান বাজারে প্রয়োজনীয় দক্ষতা, যোগাযোগ দক্ষতা, এবং প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী। তাঁর গবেষণাভিত্তিক উপস্থাপনাটি ছিল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, এবং অতিথিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্মার্ট ক্যারিয়ার গঠনের উপায়, শিল্পক্ষেত্রের চাহিদা ও প্রত্যাশা, এবং আত্মউন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীরা অতিথিদের সাথে সরাসরি মতবিনিময় ও প্রশ্ন করার সুযোগ পান। অনুষ্ঠান শেষে সেমিনারে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের কে সনদ প্রদান করা হয়।
Leave a Reply