নিশান খান
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (BIFPS)-এর যৌথ উদ্যোগে “Forensic Sciences For Lawyers: Tools & Techniques To Strengthen Legal Arguments And Detect Deception” শীর্ষক এক বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে (রবিবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ৪১১নম্বর রুমে দুই ঘণ্টাব্যাপী এই ওয়ার্কশপে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
ওয়ার্কশপে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (BIFPS)-এর পরিচালক মো. মেরাজ হোসেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ফরেনসিক সায়েন্সের সাব-ডিভিশনগুলো কীভাবে কাজ করে, কোন ধরনের কেসে কী টুলস ব্যবহৃত হয় এবং কীভাবে একজন আইনজীবী ফরেনসিক টুলসের সহায়তায় আলামত বিশ্লেষণ ও ক্রস-ভেরিফিকেশন করতে পারেন—তা নিয়ে বিশদ আলোচনা করেন।
তিনি বলেন, বাংলাদেশে এখনো ফরেনসিক সায়েন্সকে স্বাধীন একটি বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করা যায়নি। নেই কোনো ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব ল্যাব থাকায় অনেক ক্ষেত্রেই অপরাধীরা আলামত নষ্ট করে পার পেয়ে যায়।
ওয়ার্কশপে শিক্ষার্থীদের শিখানো হয় কীভাবে ফার্স্ট ও সেকেন্ড ওপিনিয়ন নেয়া যায়, কীভাবে একজন আইনজীবী নিজেই প্রাথমিক ফরেনসিক বিশ্লেষণ করে শক্তিশালী আইনি যুক্তি তৈরি করতে পারেন এবং সত্য-মিথ্যা যাচাইয়ের কৌশল কীভাবে প্রয়োগ করা যায়।
আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাবিউল ইসলাম বলেন, আধুনিক সময়ের আইন পেশায় শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয়। ফরেনসিক সায়েন্সের মতো বাস্তবভিত্তিক জ্ঞান শিক্ষার্থীদের প্রস্তুত আইনজীবী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এই ধরনের ওয়ার্কশপ শিক্ষার্থীদের আইন পেশায় দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াবে।
উল্লেখ্য, এ ধরনের আয়োজন আইন শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply