ইবি প্রতিনিধি:
“প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর ফরম বিতরণ করে সদস্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এর আগে ইবিতে ২০০৩ সালের ডিসেম্বর মাসে সর্বশেষ সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল বলে জানা যায়।
আগামী মঙ্গলবার (২০ মে) সকালে নবীন সদস্য সংগ্রহে সদস্য ফর্ম বিতরণ ও ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্ররাজনীতি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।
ছাত্রদল সূত্র জানায়, আগামী ২০ মে (মঙ্গলবার) ক্যাম্পাসের ডায়না চত্বরে বেলা ১১টায় এই কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান। এতে শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: মাসুদ রুমি মিথুনের সঞ্চালনায় সভাপতিত্ব করবেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।
সদস্য ফরম নিতে ইচ্ছুক ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কে এম আবিদুজ্জামান বলেন, “শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল ও প্রগতিশীল ছাত্রসংগঠন । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ সাধন,অধিকার রক্ষা ও দেশ গঠনে সম্মুখ সারির নেতৃত্বের ভূমিকা পালন করবে বলে আশাবাদী। ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশে, জাতীয়তাবাদী ছাত্রদল যে গঠনতান্ত্রিক ও শৃঙ্খলার সাথে ছাত্ররাজনীতির ধারা অব্যাহত রেখেছে তা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করি।”
Leave a Reply