শাহরিয়ার স্বর্ণব, হাবিপ্রবি প্রতিনিধি:-
“সমতা নয়,ন্যায্যতা চাই” স্লোগানকে ধারণ করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নারী সংস্কার কমিশন ও নারীর ডাকে মৈত্রী যাত্রার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নবপ্রত্যয় শিল্প ও সাহিত্য সংসদ নামের একটি সংগঠন।
রবিবার (১৮ই মে) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে নারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। প্লাকার্ডে ‘গণতন্ত্র সংস্কারের নামে, ষড়যন্ত্র চলবে না’, ‘বিবাহিত জীবনে শালীনতা চাই, পশ্চিমা মতবাদ নয়’, ‘নারীর নিরাপত্তা ইসলামেই আছে, পশ্চিমা অনুকরণে নয়’ সহ বিভিন্ন স্লোগান দেখা যায়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন,” আমরা মনে করি,চলমান ইস্যু,নারী সংস্কার কমিশন ও নারী মৈত্রী যাত্রা একটি ভিত্তিহীন, অসামাজিক, পারিবারিক অবকাঠামো ধ্বংসকারী ও সভ্যতার অগ্রযাত্রার ধ্বংসাত্নক কর্মকান্ড ছাড়া আর কিছুই নয়। তারই প্রতিবাদস্বরূপ আজকে আমাদের নবপ্রত্যয় শিল্প ও সাহিত্য সংসদের আজকের এই পদযাত্রা কর্মসূচি।”
এসময় তারা “যৌনকর্মীদের শতভাগ পুর্নবাসন নিশ্চিত, কুরআন বিরোধী সকল ধারা বাতিল, নারী সংস্কার কমিশন পুর্নগঠন করা, পারিবারিক কাঠামো ও ধর্মীয় বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়াসহ ৬ দফা দাবি জানান।”
উল্লেখ্য, নবপ্রত্যয় শিল্প ও সাহিত্য সংসদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। যা নারীদের মাঝে ধর্মীয় সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দেয়ার কাজ করে।
Leave a Reply