1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্ধ নোবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া : বিপাকে শিক্ষার্থীরা কুবি এমসিজে বিভাগে ল্যাব সরঞ্জাম না পেয়েও বিল পরিশোধ! দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের লটারি বাণিজ্য বন্ধ করে দিলো প্রশাসন কুয়েটের হলগুলোর তালা ভাঙছেন শিক্ষার্থীরা, ১ দফা দাবি ঘোষণা পিএসসির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি, সড়কে অবস্থান চাকরিপ্রার্থীদের পানিতে ডুবে পবিপ্রবির ছাত্রের মৃত্যু  আমি হিসেব পাতি করেই করেছি, তোমার বয়স অনেক কম কুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরীর থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।  ববি অধ্যাপককে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অব্যহতি

“ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে, বৈষম্যহীন সমাজ বিনির্মানে আমাদেরকে আপোষহীন ভুমিকা পালন করতে হবে”মাওলানা আব্দুল হালিম

  • প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পাঠ করা হয়েছে

 

আবু রায়হান, রংপুর প্রতিনিধি।

 

 

২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে, বৈষম্যহীন সমাজ বিনির্মানে দেশবাসীকে আপোষহীন ভুমিকা পালন করতে হবে । এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

 

শনিবার  (১২ এপ্রিল) বিকেলে রংপুর মডেল কলেজের হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর  শাখার উদ্যোগে আয়োজিত সদস্য (রুকন) শিক্ষা শিবির-২৫ এ সাধারণ প্রশ্নোত্তর পর্ব শেষে ”বাংলাদেশে ইসলামী আন্দোলন সম্ভাবনা ও সমস্যাঃ করণীয়” বিষয়ে প্রধান অতিথির আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

 

প্রধান অতিথি আরও বলেন,জুলাই বিপ্লবে গন হত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান।

 

মাওলানা আব্দুল হালিম আরও বলেন,সংগঠনের রুকনগণকে ব্যক্তিগত অধ্যায়ন বৃদ্ধির মাধ্যমে জ্ঞানের জগতে বিচরণ করতে হবে। পাশাপাশি ব্যক্তি জীবন ও পারিবারিক জীবন আরো উন্নত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

তিনি আরও বলেন, জামায়াতের রুকনগণকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধনে সদা সর্বদা তৎপর থাকতে হবে এবং জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সহ আরও অনেকে।

 

মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান ।

 

এর আগে, রংপুর মডেল কলেজের হল রুমে দিনব্যাপী সদস্য (রুকন)শিক্ষা শিবির-২০২৫ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন, রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান। এ সময় শিক্ষা শিবিরে উপস্থিতি পর্যালোচনা করেন রংপুর মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল ।

 

এতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নীলফামারী জেলা শাখার নায়েব আমীর ড.মোঃ খায়রুল আনাম।

 

‘আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা’ শীর্ষক গুরুত্বপূর্ণ

আলোচনা রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সরকারি অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

 

“দাওয়াত: ই-লাল্লাহ ও গণভিত্তি রচনা” বিষয়ে আলোচনা রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

 

এছাড়াও শিক্ষা শিবিরে, জাতীয় সংসদ নির্বাচন: রংপুর (৩) আসনে ‘চ্যালেঞ্জ ও করণীয়’- নিয়ে গ্রুপভিত্তিক আলোচনা, ইসলামী সংগীত পরিবেশন ও সাধারণ প্রশ্ন উত্তর পর্ব সম্পন্ন হয়।

 

সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, উপাধ্যক্ষ মাওলানা এ,টি, এম আজম খান। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও আমীর, রংপুর মহানগরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি