আবু রায়হান, রংপুর প্রতিনিধি।
২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে, বৈষম্যহীন সমাজ বিনির্মানে দেশবাসীকে আপোষহীন ভুমিকা পালন করতে হবে । এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে রংপুর মডেল কলেজের হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সদস্য (রুকন) শিক্ষা শিবির-২৫ এ সাধারণ প্রশ্নোত্তর পর্ব শেষে ”বাংলাদেশে ইসলামী আন্দোলন সম্ভাবনা ও সমস্যাঃ করণীয়” বিষয়ে প্রধান অতিথির আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথি আরও বলেন,জুলাই বিপ্লবে গন হত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান।
মাওলানা আব্দুল হালিম আরও বলেন,সংগঠনের রুকনগণকে ব্যক্তিগত অধ্যায়ন বৃদ্ধির মাধ্যমে জ্ঞানের জগতে বিচরণ করতে হবে। পাশাপাশি ব্যক্তি জীবন ও পারিবারিক জীবন আরো উন্নত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতের রুকনগণকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধনে সদা সর্বদা তৎপর থাকতে হবে এবং জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সহ আরও অনেকে।
মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান ।
এর আগে, রংপুর মডেল কলেজের হল রুমে দিনব্যাপী সদস্য (রুকন)শিক্ষা শিবির-২০২৫ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন, রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান। এ সময় শিক্ষা শিবিরে উপস্থিতি পর্যালোচনা করেন রংপুর মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল ।
এতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নীলফামারী জেলা শাখার নায়েব আমীর ড.মোঃ খায়রুল আনাম।
‘আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা’ শীর্ষক গুরুত্বপূর্ণ
আলোচনা রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সরকারি অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
“দাওয়াত: ই-লাল্লাহ ও গণভিত্তি রচনা” বিষয়ে আলোচনা রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এছাড়াও শিক্ষা শিবিরে, জাতীয় সংসদ নির্বাচন: রংপুর (৩) আসনে ‘চ্যালেঞ্জ ও করণীয়’- নিয়ে গ্রুপভিত্তিক আলোচনা, ইসলামী সংগীত পরিবেশন ও সাধারণ প্রশ্ন উত্তর পর্ব সম্পন্ন হয়।
সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, উপাধ্যক্ষ মাওলানা এ,টি, এম আজম খান। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও আমীর, রংপুর মহানগরী।
Leave a Reply