৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে বেলকা ডিগ্রি কলেজে এক প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০:৩০টায় মুখে কালো কাপড় বেঁধে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বেলকা ডিগ্রি কলেজ ছাত্রদল এবং বেলকা ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলকা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাহমুদ আপেল। তিনি বলেন, “ফিলিস্তিন আমাদের পবিত্র ভূমি। সেখানে ইসরায়েলি সন্ত্রাসীদের হামলায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই নির্মম গণহত্যার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানাচ্ছি।”
এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। তারা একাত্মতা প্রকাশ করে ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।
উপস্থিত সকলে এক কণ্ঠে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান
Leave a Reply