নিজস্ব প্রতিবেদক :শরিফ মন্ডল
বাংলাদেশ জামায়াতে ইসলামি মিঠাপুকুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে ৪৫০ জন অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী শিক্ষা সফর। এই সফরের গন্তব্য ছিল উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভিন্নজগৎ পার্ক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল, যুব বিভাগের উপজেলা সভাপতি গোলাম রব্বানী এবং সেক্রেটারি মেহেদি হাসানসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “এই ধরনের গঠনমূলক কার্যক্রম তরুণদের মাঝে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও ইসলামি মূল্যবোধ জাগ্রত করে। তারা আগামী দিনের নেতৃত্বে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”
এ সময় উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল বলেন, “যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য এ ধরনের শিক্ষা সফর খুবই গুরুত্বপূর্ণ। ইসলামি আদর্শে গড়ে ওঠা এক শক্তিশালী যুব সমাজই আগামীর দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।”
সফরের একাংশে ছিল বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা, ইসলামি সংগীত এবং নাটক। অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে দিনটি উপভোগ করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা।
এই আয়োজনের মাধ্যমে যুব সমাজের মধ্যে ইসলামি সংস্কৃতি, ভ্রাতৃত্ববোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপিত হয়।
Leave a Reply