আবু রায়হান, রংপুর প্রতিনিধি।
৫ এপ্রিল ফিলিস্তিনের রাফাহ এলাকায় ইসরাইলের বিমান হামলায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর মেডিকেল কলেজ শাখা।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, এনডিএফ-এর রংপুর বিভাগীয় শাখার সহ-সভাপতি ডাক্তার মোহাম্মদ হোসেন , মেডিকেল কলেজ শাখার সভাপতি সভাপতি ডাক্তার আতিকুজ্জামান, সেক্রেটারি ডাক্তার আবুল কালাম আজাদ টুটুল, এনডিএফ-এর রংপুর জেলা শাখার সেক্রেটারি ডাক্তার মারুফ হোসাইন, মহিলা শাখার ডাক্তার ফারহানা আতিয়া, ডাক্তার রাবেয়া খাতুন, ডাঃ ফেরদৌসী বেগম।
এছাড়াও এনডিএফ-এর সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে ডাক্তার আবু জায়েদ বসুনিয়া, ডাক্তার নওশাদ আলী, ডাক্তার আব্দুল হাদী সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের ডাক্তার- কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply