ক্যাম্পাস ২৪ প্রতিবেদক
প্রতি বছরের ন্যায় এবারও রংপুরের কাউনিয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘পাশে আছি” পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে কাউনিয়া মহিলা কলেজ হলরুমে উপজেলার প্রায় তিন শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ।
এ সময় পাশে আছি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি মাসুদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পাশে আছি সামাজিক সংগঠনের কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল, ক্রীড়া সম্পাদক মোকছেদ আলী, সাংবাদিক জহির রায়হান, সাংবাদিক জুলহাস হোসেন সোহাগ, সাংবাদিক মঞ্জুরুল আহসান শামীম প্রমুখ।
Leave a Reply