নিউজ ডেস্ক :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে ২৭ জনকে বিভিন্ন বিভাগের সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন ৬০ জন। এদের মধ্যে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন ৪৬ জন এবং মনোনয়ন পেয়েছেন ১৪ জন।
এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের জন্য ৪৬ জন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পরে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে ১৪ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন।
২০২৫ সেশনের জন্য ৬০ সদস্যের কার্যকরী পরিষদ গঠনের পর তাদের সঙ্গে পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন করেছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। কার্যকরী পরিষদের পরামর্শক্রমে ২৭ সদস্যের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন করে শিবির।
কমিটিতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ। আর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাবি শিবিরের আলোচিত সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েম।
Leave a Reply