কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে বেআইনি ভাবে জোর পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে শিলখুড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড (বিএনপি)’র এক স্হানীয় নেতার বিরুদ্ধে।
শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের ভুক্তভোগী মৃত আব্বাছ আলীর ছেলে মোঃ আব্দুল হাই অভিযোগ করে জানান, তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত এবং নিজ নামে ক্রয়কৃত জমি ও তার ভাইদের নামীয় দখলীয় জমিতে ১৪৪ ধারা জারিকৃত ৮ বিঘা জমি বেআইনি ভাবে জোরপূর্বক দখল করে নিয়েছে এবং আরো প্রায় ২৫ বিঘা জমি চাষাবাদ করতে দিচ্ছে না বাকি ২৫ বিঘা জমিও দখলের পায়তারা করে আসছে একই গ্রামের মোঃ আব্দুল মান্নান মিয়া, যিনি শিলখুড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড (বিএনপি)র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে আরো বলা হয়েছে, একই এলাকার মৃত লোকমান আলীর পু্ত্র মোঃ আব্দুল মান্নান মিয়া, পতিত আওয়ামী সরকার পতনের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় মব সৃষ্টি করে এবং দলীয় পরিচয় ব্যবহার করে তার নিজস্ব লোকজন মোঃ আঃ মালেক, মোঃ মাশাদুল হক, মোঃ ইউসুফ আলী ও খলিলুর রহমানসহ বহিরাগত প্রায় ৪০/৫০ জন সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনে তাদের প্রায় ৩০ বছর হতে দখলীয় ০৮ বিঘা জমি বেআইনি ভাবে জোর পূর্বক দখল করে নেয়। এবং আরো প্রায় ২৫ বিঘা জমি চাষাবাদ করতে দিচ্ছে না। এতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ভবিষ্যতে বড় ধরনের সামাজিক অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রয়োজনীয় আইনি সহায়তা চেয়েছেন। এবং ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক/সদস্য সচিব, কুড়িগ্রাম জেলা বিএনপি ও কেন্দ্রীয় কমিটি বরাবরে লিখিত অভিযোগ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে মোঃ আব্দুল মান্নান এর সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল নম্বরে একাধিক বার কল দিলেও কল রিসিভ করেন নি।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মোঃ আলাউদ্দিন মন্ডল এর সাথে কথা হলে তিনি জানান, আমরা আমাদের প্রত্যেকটি মিটিংয়ে নেতাকর্মীদের বলে দেওয়া আছে দলের পদপদবী ব্যবহার করে কেউ বেআইনি ভাবে জমি দখল বা কোন প্রকার অন্যায় কাজ করলে সেই দায়ভার দল নিবে না এমন কি কাউকে ছাড় দেওয়া হবে না। তবে এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply