বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি)অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীদের একটি অংশ। সোমবার (১সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
আজ সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায় থমথমে পরিস্থিতি। পুলিশ ও র্যাব সদস্যরা আছেন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ ফটকে।
জুলাই ৩৬ হল, কৃষিকন্যাহল, বেগম রোকেয়া হলের সামনে গিয়ে দেখা যায়, নারী শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেছেন। ব্যাগ ও বইপত্র নিয়ে ছাত্রাবাস থেকে বেরিয়ে যাচ্ছেন।
এক নারী শিক্ষার্থী বলেন,গতকাল রোববার রাতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের যে হামলা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। এতে আমাদের অনেক সহপাঠী গুরুতরভাবে আহত হয়েছে। এসব ঘটনা দেখে আমাদের পরিবারের সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং আমরা নিজেরাও এখন ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ভয়ের মধ্যে আছি।
কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাশমিন বলেন, ‘গতকাল বহিরাগতদের হামলার মুখে আমাদের পড়তে হয়েছে, যা খুবই দুঃখজনক। এরপর আকস্মিকভাবে হল বন্ধের ঘোষণা আসে। এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন, পরিবার থেকেও চাপ সৃষ্টি হয়েছে। তারপরও আমরা এখনো ক্যাম্পাসে আছি এবং এই ক্যাম্পাসে আমরা নিজ যোগ্যতা দিয়ে এসেছি আমরা হল ছাড়ব না এবং এই হামলার জন্য প্রশাসনকে অবশ্যই জবাব দিতে হবে।’
Leave a Reply